মঙ্গলবার ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩১
শিরোনামঃ
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সিআইডিতে প্রত্যুষ কুমার! সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিচারক ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ, র‌্যাবের অভিযানে যুবক গ্রেপ্তার পর পর বিতর্কিত মন্তব্য, ফজলুর রহমানকে বিএনপির শোকজ। আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি ভারতে গ্রেফতার সিদ্ধিরগঞ্জে মাদক সম্রাট জসিমের প্রকাশে মাদক বিক্রি, যুবসমাজ ধংসের দ্বারপ্রান্তে -পুলিশ সুপার, সেনাবাহিনী, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, র‌্যাব বরাবর এলাকাবাসীর অভিযোগ দায়ের। আগামী ৬ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে পচনশীল অবস্থায় এক শিশু ও তিন প্রাপ্তবয়স্কসহ চারজনের লাশ উদ্ধার নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের -বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠক

পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস,অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ
  • ৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস,অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে আটক

রাজবাড়ীতে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের ইউনুছ আলী বিশ্বাসের ছেলে হামিদুল ইসলাম (৩১), একই গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে মোকলেছুর রহমান (৩৫), বালিয়াকান্দি সদর ইউনিয়নের খোর্দমেগচামী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজিবুল শেখ (২০) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের নুরুল ইসলাম (৬১)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, বালিয়াকান্দি উপজেলার সালখি গ্রামের মো. ওয়াজেদ ফকিরের ছেলে মো. জোবায়ের হোসেন (২০) রাজবাড়ী জেলা থেকে পুলিশ কনস্টেবল পদে আবেদন করেন। একই উপজেলায় বাড়ি হওয়ায় হামিদুল, মোকলেছুর, আজিবুল ও তাদের সহযোগী নুরুল ইসলাম তাকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। গত ২৬ অক্টোবর বিকেল ৪টার দিকে তারা রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে বটগাছের নিচে জোবায়েরের কাছ থেকে চাকরির জন্য কিছু খরচ লাগবে বলে দুই হাজার টাকা নেন। পরে বিষয়টি জোবায়ের তার বাবা ওয়াজেদ ফকিরকে জানান। বিষয়টি জানতে পেরে ওয়াজেদ ফকিরের সন্দেহ হলে তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেন ও ডিবি পুলিশকে জানান।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে অভিযান চালিয়ে হামিদুল ও মোকলেছুরকে গ্রেপ্তার করে। এসময় হামিদুলের কাছ থেকে জোবায়েরের কাছ থেকে নেওয়া দুই হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের দুজনের দেওয়া তথ্যমতে ওই দিন রাত আড়াইটার দিকে আজিবুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে জোবায়েরের এসএসসির সার্টিফিকেট ও পুলিশ কনস্টেবল নিয়োগের প্রবেশপত্রের ফটোকপি জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা পুলিশে চাকরি দেওয়ার আশ্বাসে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১টি পদ শূন্য রয়েছে। এ ৩১ পদের বিপরীতে আবেদন করেছেন দুই হাজার ৩৩ জন। কনস্টেবল পদে চাকরি প্রার্থী বা তাদের আত্মীয় স্বজনরা যেন কোনোভাবে কারো প্রলোভনে না পড়েন, কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা যেন তারা না রাখেন- এ ব্যাপারে কারো যদি কোনো আর্থিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশে এখন স্বচ্ছতার সঙ্গে দক্ষতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আমরা নিয়োগ দিচ্ছি। নতুন করে যারা আমাদের পুলিশ বাহিনীতে নিয়োগ পাবেন, তারা সম্পূর্ণ স্বচ্ছ একটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পাবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell