“পুলিশ দিবস” উপলক্ষে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায়, শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হল কলকাতা নজরুল মঞ্চে।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
আজকের এই মঞ্চ থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে (বিভিন্ন বোর্ডের ২০২৫ সালের) প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান।
গত ১৬ ই আগস্ট খেলা দিবসের দিন বডিগার্ড লাইন এর মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচ এবং প্রীতি ফুটবল ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার প্রদান।
পুলিশ কর্মীদের মধ্যে যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, তাদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান।
যে সকল পুলিশ কর্মী এবং পুলিশ কর্মীর পরিবারের ছেলে-মেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদক অর্জন করেছেন তাদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান
যে সকল ডাক্তাররা সব সময় সরাসরি পুলিশ সমাজকে সমস্ত রকম ভাবে সহযোগিতা করেন, তাদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান।।
কোন পুলিশ কর্মী মারা গেলে উনার শেষকৃত্য সম্পন্ন করা পর্যন্ত যে সমস্ত গাড়ির চালকগণ এবং ওই শহীদ পুলিশ কর্মচারীর পরিবারকে যারা যারা সাহায্য করেন
তাদেরকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার আওয়ার্ড প্রদান এছাড়াও সমাজের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান আজকের এই অনুষ্ঠানে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন
কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম, রাজ্যের উপ-স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র পরিষদ ও বিধায়ক দেবাশীষ কুমার, এছাড়া উপস্থিত ছিলেন
চলচ্চিত্র জগতের নক্ষত্র প্রসেনজিৎ চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার
প্রতাপ নায়েক কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার রুহুল আমিন আলি শাহ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউত।
এছাড়াও পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর তথা অভিভাবক শান্তনু সিনহা বিশ্বাস।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””