রাজধানীর শাহবাগ পুলিশ বক্সের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে একটি তিন চাকার ভ্যানে করে ওই যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু জানান, পরনে লুঙ্গি ও কালো রঙের গেঞ্জি পরা ওই যুবক বৃষ্টির সময়ও শাহবাগ পুলিশ বক্সের সামনে হাঁটাহাঁটি করেছেন। একপর্যায়ে সেখানে নিস্তেজ হয়ে পড়েন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, ওই যুবকের মাথায় পুরাতন বড় আঘাতের চিহ্ন দেখা গেছে। সেখানে পোকা ধরে গেছে। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া সিআইডির ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হবে। ওই যুবকের আঙুলের ছাপের মাধ্যমে যদি পরিচয় পাওয়া যায়।