পূর্বালক শব্দকল্প আয়োজিত এবং দেবযানী রায় গুপ্ত পরিচালিত বাচিক শিল্পী ছোট ছোট শিশুদের নিয়ে বাৎসরিক অনুষ্ঠান
আজ 2রা জুন শুক্রবার, বিকাল পাঁচটায়, রবীন্দ্র সদন প্রেক্ষা গৃহে , ছোট ছোট শিশুদের নিয়ে, সুকুমার রায় ,উপেন্দ্র কিশোর রায় এবং সত্যজিৎ রায়ের রচনা অবলম্বনে একটি সুন্দর অনুষ্ঠান দর্শকদের উপহার দিলেন, নাচে গানে কবিতায়।, এবং সেই সকল ছোট ছোট বাচিক শিল্পীদের, সম্মান দিয়ে উৎসাহিত করলেন পরিচালক দেবযানী রায় গুপ্তা । এবং এই অনুষ্ঠানের একটি সুন্দর ট্র্যাক লাইন তারা ব্যবহার করেছেন
….. দেবো পারি রায় বাড়ি …..যাহার মধ্যে দিয়েই অনুষ্ঠানটি পুরোপুরিভাবে সম্পন্ন হয়। এবং এই লাইনটির মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে…… দর্শকেরা প্রথমে লাইনটির মানে বুঝতে অসুবিধা হলেও , পরে পরিষ্কার হয়ে যান এই লাইনের মানে বুঝতে , ছোট ছোট শিশুদের অনুষ্ঠান দেখে দর্শক আসনে বসা সকল শিল্পী অনুরাগীরা করতালি দিয়ে ওঠেন
…..। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার ও নাট্য শিল্পী মেঘনাথ ভট্টাচার্য মহাশয় এবং উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমার অভিনেতা তোপসে,। সংগঠনের উদ্যোক্তা দুজন বিশেষ অতিথিকে সম্মানিত করেন এবং তাদের হাতে একটি করে তাহাদেরই অনুকরণে আঁকা ছবি তুলে দেন…., । তাহারা সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন ,যেভাবে এই সংস্থা সুকুমার রায় ,সুখলতা রাও ও লীলা মজুমদার এবং সত্যজিৎ রায়ের বিভিন্ন রচনাকে তুলে এই সকল ছোট ছোট শিল্পীদের সুযোগ দেয়ার চেষ্টা করেছেন, এবং তাদেরকে এত সুন্দর ভাবে তৈরি করেছেন, সত্যি আমরা গর্বিত, আমরা ভাবতেও পারিনি, যে এত ছোট ছোট শিশুরা এইভাবে তাদের পারফরমেন্স করতে পারে এবং তাল লয় ঠিক রাখতে পারে
,,,, আমরা ধন্যবাদ জানাবো তাদের অভিভাবকদের, যারা এই সকল ছোট ছোট ছেলেমেয়েদের উৎসাহিত করছেন।। তবে একটা কথা মনে রাখতে হবে ,মাঝ পথে যেন এই সকল ছোট ছোট শিশুরা থেমে না যায়, হারিয়ে না যায় ,সেই দিকে নজর দেওয়ার দরকার,
এবং তার কর্তব্য তাদের অভিভাবকদের, যেমন পড়াশোনা ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ ও এগিয়ে চলার পথ ,তেমনি পড়াশোনা ছাড়াও, এই সকল বিষয়গুলিও অভিভাবকদের মনে রাখতে হবে এবং সহযোগিতা করতে হবে, তবেই একদিন ছোট ছোট শিশুরা নিজেদেরকে গড়ে তুলতে পারবে ও কিছু করতে পারবে।,
এর সাথে সাথে ধন্যবাদ জানাই পূর্বালক শব্দকল্প সংস্থার কর্ণধার দেবযানী রায় গুপ্তাকে, যেভাবে ছোট ছোট শিশুদের তৈরি করে আজকের সবার সামনে মঞ্চে উপস্থাপনা করলেন, অকল্পনীয় ভাবনা যা আমরা কোনদিন ভাবি নি ,এত ছোট ছোট শিশুদের নিয়েও এত সুন্দর অনুষ্ঠান করা যায়। কারণ এখন ছোট ছোট শিশুদের নিয়ে কেউ ভাবে না। শব্দকল্পের পথ আরো শুদৃর হোক, এই কামনা করি…..। আরো এগিয়ে চলুক ,প্রতিবছর এইভাবে ছোট ছোট শিশুদের নিয়ে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান করুক……। রিপোর্টার ….কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়