আজ ৩রা এপ্রিল, মঙ্গলবার, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে, ইফতার পার্টি উপলক্ষে একটি দোকানের পরোটা খেয়ে অসুস্থ ৪০ জন.। তাদের মধ্যে ২১ জনকে খেজুরবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১৯ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানা যায়।
নন্দকুমার থানার অন্তর্গত কল্যানচক গ্রামের ঘটনা এদিন ইফতার পার্টি উপলক্ষে নন্দকুমারের খিরিশতলায় একটি মিষ্টির দোকান থেকে পরোটা কিনে যারা খেয়েছিলেন, তারা সবাই অসুস্থ হয়ে পড়ে, কারো জ্বর,
পেটের যন্ত্রণা, বমি বমি ভাব করছিল। বর্তমানে তাদের সবাই খেজুরবেড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন, হাসপাতালে চিকিৎসকরা তাদের চিকিৎসা করে এবং যে ২১ জন গুরুতর, তাদেরকে হসপিটালে ভর্তি করে রাখা হয়
এবং ১৯ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে ছুটে আসেন নন্দকুমারের ভিডিও, এবং কল্যানচকে যান মেডিকেল টিম। কি কারনে ঘটলো সঠিকভাবে জানার চেষ্টা করছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।