প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২১, ৩:০৩ পূর্বাহ্ণ
পূর্ব শএুতার জেরে মোসারফ হোসেন কে গলাচেপে হত্যার চেষ্টা থানায় অভিযোগ।
নগর সংবাদ ।। সিন্ধিরগন্জ থানাঊীন গোদনাইলে রসূল বাগ এলাকায় পূর্ব শত্রুুতায় চাঁদার দাবীতে মোঃ মোসারফ হোসেন কে গলায় গামছা পেচিয়ে হত্যার চেষ্টা করে মনোয়ার ওরফে মরন মিয়া ,পিতা-সিরাজ মিয়া।
জানাযায়,রসুল বাগ এলাকার মৃতঃ সিরাজ মিয়ার ছেলে মোঃ মোসারফ হোসেন নিজ বাড়িতে জনসাধারনের জন্য ডিপ টিউবয়েল বসিয়ে সেবা করে আসছে ।
একই এলাকার বাসিন্দা -মনোয়ার ওরফে মরন মিয়া ,পিতা -সিরাজ মিয়া চিন্থিত সুদ ব্যবসায়ী ।সুমন ,পিতা-সিরাজ মিয়া বেবী - স্বামী -মরন মিয়া উভয় মিলে শান্তিপ্রিয় মানুষ নিজ সম্পত্তিওে বিল্ডিং করে সে সময় বিভিন্ন অযুহাতে চাঁদা দাবী করে।
অভিযুক্তরা গতকাল দুপুর ৩ঘটিকার সময় ৭০হাজার টাকা চাঁদা দাবী করে ।মোসারফ হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় ধারালো অস্র দিয়ে আঘাত করে ।একপর্যায়ে গলায় গামছা পেচিয়ে হত্যার চেষ্টা করে ।
এ ব্যাপারে সিদ্ধিরগন্জ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী মোসারফ।অভিযোগ নং -৩৭৮৭
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.