রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযানে দুটি বেকারি এবং একটি তেলের পাম্পকে জরিমানা করেছে বিএসটিআই।
সোমবার (১০ অক্টোবর) পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এরমধ্যে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট, কেক পণ্যের অনুকূলে বিএসটিআইর সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে কদমতলীর রায়েরবাগ এলাকায় আদি গোল্ডেন ব্রেড অ্যান্ড বিস্কুট নামের বেকারিকে ৪০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ওই প্রতিষ্ঠানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্য একটি অভিযানে খিলগাঁও থানাধীন এলাকার বিক্রমপুর ডেইরি অ্যান্ড ফুডস স্টোরকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পাউরুটি, কেক, বিস্কুট ও ফার্মেন্টেড মিল্ক উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় প্রতি ১০ লিটারে ৫৯ মিলিলিটার ডিজেল কম দেওয়ায় পূর্বাচল ফুয়েলস লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।