নগর সংবাদ।।রাজধানীর কদমতলী থানার মুরাদপুর হাই স্কুল রোড এলাকায় ও গেন্ডারিয়া থানার কাঠেরপুল এলাকায় পৃথক দুটি অভিযানে মদ ও ফেনসিডিলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার (২০ আগস্ট) র্যাব-১০ এর পৃথক ২ অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের হলেন- মো. আহসান হাবিব (৪১), মো. তরিকুল ইসলাম (৩৬), মো. রুবেল (৩২) ও মো. মফিজ আহম্মেদ (৪১)। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইলফোন ও নগদ হাজার টাকা জব্দ করা হয়।
অপরদিকে গেন্ডারিয়া থানাধীন কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় চোলাই মদসহ মো. ইসমাইল (৫০) ও মো. সেলিম (৩৯) নামে ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইলফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরেই কদমতলী ও গেন্ডারিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।