প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২১, ৬:৫৭ অপরাহ্ণ
পেটে ভরে ইয়াবা পাচার ২ জন গ্রেফতার করছে র ্যাব।
নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল মোড় (চিটাগাং রোড) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভিতর করে ইয়াবা পাচারকালে এক নারীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ আগস্ট) ভোরে এ অভিযান চালায় র্যাব। গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকার মৃত শামসুল হকের মেয়ে শামসুন্নাহার আক্তার ওরফে শারমিন (৩৮) এবং একই জেলার সদর মডেল থানাধীন তামাকপট্টি এলাকার মৃত মিসির আলী মেছের ওরফে মিসার আলীর ছেলে মোঃ সোহাগ ইসলাম (৩৫)। এ সময় আসামিদের হেফাজত থেকে ৪২৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব-১১ এর উপ পরিচালক (মিডিয়া অফিসার) লে. কমান্ডার মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে পেটের ভিতর নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.