প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৪:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ণ
পোমরা জামায়াতে ইসলামী বাজার শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
পোমরা জামায়াতে ইসলামী বাজার শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
পোমরা জামায়াতে ইসলামী বাজার শাখার ইফতার মাহফিল রাঙ্গুনিয়া পোমরা গোচরা বাজার শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার ৫ই মার্চ পোমরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর গোচরা বাজার ইউনিটে এই ইফতার আয়োজন করে।

মাহফিলে গোচরা বাজার সভাপতি বশির আহমদ এর সভাপতিত্বে, সেক্রেটারি জসিম উদ্দীন চৌধুরী বাদশা সঞ্চলানায়, প্রধান মেহমান অতিথি উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া থানা জামায়াতে ইসলামীর এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন পোমরা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী, সেক্রেটারি আমজাদ হোসেন ফরহাদ,রোয়াজারহাট বাজার শাখার সভাপতি আবুল খায়ের সহ প্রমুখ নেতৃবৃন্দ। এই সময় বক্তরা বলেন- রমজানে সিয়াম পালন শুধু আমাদের জন্য নয় বরং পূর্ববর্তীদের জন্যও অত্যাবশ্যকীয় ছিল। আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, সেজন্যই রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। তাই পবিত্র রমজান মাসে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাকওয়ার সমাজ প্রতিষ্ঠায় সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.