কারখানার ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশ এবং হিমাগারে লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ আইসক্রিমের রিমিক্স মজুদসহ বিভিন্ন অপরাধে পোলার আইসক্রিমকে পাঁচলাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রোববার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত পোলার আইসক্রিমের কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।
জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির হিমাগারে আইসক্রিমের বেশ কিছু লেবেলবিহীন এবং মেয়াদোত্তীর্ণ রিমিক্স মজুদ করা হয়েছে। এছাড়া কারখানার ভেতরের পরিবেশ অপরিচ্ছন্ন ছিল। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচলাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি পোলার আইসক্রিম ঢাকা কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা সম্বলিত পোস্টার দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, আইন অনুযায়ী সর্বনিম্ন পাঁচ লাখ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা সময় দিয়েছি। পরবর্তীতে যদি তাদের এই অপরাধ পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা তাদের বড় ধরনের জরিমানার আওতায় আনব। আর কোনো সুযোগ দেব না।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।