পৌষ উৎসব ২০২৩ এবং প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালনায়। এই মেলা চলবে ২৫শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারী পর্যন্ত, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা, প্রতিদিন থাকছে এই মেলায় একক নিত্য,
একক সংগীত, সমবেত সংগীত ,আবৃত্তি থেকে শুরু করে শ্রুতি নাটক, এছাড়াও মেলাতে রয়েছে মুখর চোখ খাবার, পিঠেপুলি , মহিলাদের সাজের জিনিস, নলের গুড়ের রসগোল্লা, এছাড়াও মহিলাদের বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস, বিকেল পাঁচটা থেকে সংগীত প্রেমী মানুষেরা ভীড় জমাচ্ছেন এবং তাদের পছন্দমত জিনিস কেনাকাটা
এবং খাওয়া-দাওয়া করছেন মন ভরে, এই মেলার সংস্কৃতি অনুষ্ঠানে থাকছেন বিভিন্ন শিল্পী, থাকবেন সনজিৎ মন্ডল , ইন্দ্রাণী সেন, সুতপা বন্দ্যোপাধ্যায়, সপ্তক ভট্টাচার্য ,শর্মিষ্ঠা পাল ,পারমিতা রায়চৌধুরী থেকে শুরু করে আরো এক ঝাঁক নামিদামী শিল্পী ও কবি, এবং নৃত্যশিল্পীরা, বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা যোগ দিয়েছেন এই পৌষ উৎসবে।
উপস্থিত পৌষ উৎসব মেলায়, আগত দোকানদারেরা জানালেন, আমরা খুশি ও আনন্দিত, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য যে আয়োজন করেছেন এবং আমাদের বসার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন আলোর পথ দেখাতে,
ইরকম আয়োজন বিভিন্ন জেলায় করার ফলে, আমরা আমাদের হাতে তৈরি জিনিস নিয়ে বসতে পারি এবং বিভিন্ন জেলায় যেতে পারি, মানুষের কাছে আমাদের হাতে জিনিস তুলে ধরতে পারি। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা জানাই ।