প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২১, ২:১২ পূর্বাহ্ণ
প্রতারক পর বিত্ত লোভী শিমুল পিতা মাতার সম্পত্তি ছলা কলায় নিজের নামে লিখে নেয়ার অভিযোগ।
নগর সংবাদ।।নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন কালীর বাজারস্থ(সোহেল মার্কেট )এর মালিক ছিলেন মরুহুম ফজলুর রহমান খোকা ক্রয় করে ছিলেন ১১ শতাংশ জমি সহ ভবন ।নিজের দুছেলের মধ্যে বড় ছেলে আতাউর রহমান সোহেলের নামে মার্কেটের নাম করন করেন। ফজলুর রহমান খোকা মৃতঃবরন করার পর জমিসহ ভবনের পিতার ওয়ারিশ সূএে মালিক হন ।দুই ছেলে ১)আতাউর রহমান ২)হাবিবুর রহমান সহ মাতা সুফিয়া বেগম কন্যা গন আতাউর রহমান সোহেল একজন ভদ্র সুশিক্ষিত মানুষ পিতার মৃত্যুর পরে ,পরবিও লোভী হাবিবুর রহমান শিমুল পিতার সম্পত্তি লুট করে নেয়ার চেষ্টার বড় ভাই আতাউর রহমান সোহেল ও তার স্রী সন্তানের উপর নানা অত্যাচার শুরু করেন।
ভদ্র লোক সোহেল নিজে প্রতারক শিমুলের অত্যাচারের সইতে না পেরে সেচ্ছায় নিজের বাড়ী সম্পত্তি ছেড়ে অন্যএ চলে যায়।এদিকে প্রতারক লোভী শিমুল নিজে সোহেল মার্কেটের ভাড়া তুলে ভোগ দখল করে থাকে ।এছাড়া অভিযোগের অন্ত নেই লম্পট, প্রতারক হাবিবুর রহমান শিমুলের নামে সোহেল মার্কেটের উক্তরাধীকারি আতাউর রহমান সোহেল নিজের প্রায় ধের কোটি টাকা খরচ করে মিশন পাড়া বাগ ই জান্নাত মসজিদ সংলগ্ন তিন শতাংশ জমি নিজের মায়ের নামে ছিল। তাই বড় ছেলে সোহেল মায়ের আচঁল নামে ভবন তৈরি করেন। অথচ প্রতারক পরবিত্ত লোভী শিমুল প্রতারণা করে।
নিজ মাকে ভয়ভীতি দেখিয়ে ছলা কলায় জালিয়াতি করে নিজের নামে করে নেয় ।স্থানীয় জনগন জানায়,মায়ের আঁচল নামের বাড়ি ভবনের সমস্ত কাজ প্রথম থেকে শেষ অবধি নিজেই বহন করেন সোহেল মার্কেটের মালিক আতাউর রহমান সোহেল। এছাড়া প্রতারণার শেষ নেই শিমুলের সম্প্রতি আতাউর রহমান সোহেলের একমাএ উওরাধীকারী শিক্ষানবীশ এড.ভোকেট সিনথিয়া রহমান সিফাত তার নিজের নামে রেজিস্ট্রিকৃত সরকারী খাজনা দেয়া নামজারী সহ কাগজপএ নিয়ে মার্কেটের সোহেলের মালিকানাধীন ২,২০ শতাংশ ভবনের দোকানের ভাড়া আদায় করে আসছে।
এতে পরবিত্ত লোভী প্রতারক জালিয়াত ,শিমুল গং। সিনথিয়ার উপর নানা ভাবে অত্যাচার করে আসছে। আগামী দিন পড়ুন জালিয়াত শিমুলের অত্যাচারে নানা অপকর্ম, পাঠক চোখ রাখুন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.