মঙ্গলবার ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:১২
শিরোনামঃ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা-মুখ খোলেনি মন্ত্রণালয় আজ আমার দেওয়ান আলেপ চানঁ শাহ্’র ওরশ”সকলে আমন্ত্রিত । ফতুল্লায় গাছ কেটে বালি ভরাট করে জমি দখলের চেষ্টা! থানায় অভিযোগ !! চৌহালীতে গ্রামীণ অবকাঠামো টিনশেড ঘর উদ্বোধন ও পোনা মাছ অবমুক্ত করণ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্ম উৎসব পালন করেন আটাপাড়া পল্লী বাসিবৃন্দ। খিলগাঁও ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ মর্যাদা রক্ষা করা শ্রীকৃষ্ণের অন্যতম একটি শিক্ষা-ব্যারিস্টার রুমিন ফারহানা ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই রূপগঞ্জে কিশোরগ্যাং দৌরাত্ম্যুরোধে বিক্ষোভ মিছিল করে এলাকা বাসী। ৭৯ তম স্বাধীনতা দিবস, উদযাপন করলেন বি. সি .ডি. এ বরানগর জোন।

প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন আইইউবির দুই শিক্ষার্থী

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৩, ২০২২, ৮:১৩ অপরাহ্ণ
  • ৩৭৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সৌরশক্তি চালিত খাদ্য হিমাগারের নকশা করে যুক্তরাজ্যের সম্মানজনক এফিশিয়েন্সি ফর অ্যাক্সেস ডিজাইন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এবং যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের চার শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ জুন) ভার্চ্যুয়াল গ্র্যান্ড ফাইনালে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে দুই আয়োজক সংগঠন ‘এফিশিয়েন্সি ফর অ্যাক্সেস কোয়ালিশন’ এবং ‘ইঞ্জিনিয়ার্স উইদাউট বর্ডার্স ইউকে’।

স্বর্ণজয়ী মো. সাদিক আবদাল এবং তাশফিয়া তাহসিন আইইউবির ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। অপর দুইজন যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থী আলী আহমেদ এবং নূর বেন গাইয়েদ।

পচনশীল খাদ্য সংরক্ষণের জন্য এই জ্বালানি সাশ্রয়ী হিমাগারের নকশা করেছেন তারা। সৌরশক্তি দ্বারা ‘আইস ব্যাংক’ চালিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণের উপায় বের করেছেন তারা। এই পদ্ধতিতে অপচয় রোধ করে কৃষকদের আয় বাড়ানো সম্ভব হবে।

প্রতিযোগিতাটির মূল পৃষ্ঠপোষক নেদারল্যান্ডস-ভিত্তিক সংগঠন আইকেইএ ফাউন্ডেশন। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। স্বল্প আয়ের দেশগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন যান্ত্রিক উদ্ভাবন নিয়ে কাজ হয় এখানে।

এ বছর তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, বেনিন, ক্যামেরুন, ভারত, কেনিয়া, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, সেনেগাল, উগান্ডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জিম্বাবুয়ের ২২টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আইইউবির শিক্ষার্থী মো. সাদিক আবদাল বলেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমরা খুবই আনন্দিত। বৈশ্বিক উষ্ণায়ণের কারণে খাদ্য নিরাপত্তা আজ হুমকির মুখে। তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো খুবই জরুরি। এ বিষয়টি মাথায় রেখেই আমরা এই নকশাটি তৈরি করেছি। এর জন্য যে পরিশ্রম আমরা করেছি, এই পুরস্কার তারই স্বীকৃতি। ’

আইইউবির অপর শিক্ষার্থী তাশফিয়া তাহসিন বলেন,‘আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারকদেরও প্রশংসা প্রাপ্য। টেকসই বাসযোগ্য পৃথিবী গড়তে আমরা যেসব উদ্ভাবন নিয়ে কাজ করছি, তারা সবসময়ই তাতে সমর্থন ও উৎসাহ দিয়েছেন। পাশাপাশি, এফিশিয়েন্সি ফর অ্যাক্সেস ডিজাইন চ্যালেঞ্জের আয়োজকদেরও ধন্যবাদ। ‘

স্বর্ণজয়ী দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে আইইউবির উপাচার্য তানভীর হাসান বলেন, ‘পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার পুরস্কার পেয়েছেন আমাদের দুই কৃতী শিক্ষার্থী। এজন্য আমরা খুবই গর্বিত কারণ গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে আইইউবি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আন্তঃদেশীয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইইউবির শিক্ষার্থীরা যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে কাজ করে সেই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। ’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell