প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৩:১৫ পূর্বাহ্ণ
প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদকের ৬৯তম জন্মদিন পালন করলো রৌদ্রছায়া প্রকাশ।
প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদকের ৬৯তম জন্মদিন পালন
শহর প্রতিনিধি।।
প্রবীণ শিক্ষক, সাংবাদিক ও কবি রণজিৎ মোদকের ৬৯ তম জন্মদিন পালন করলো রৌদ্রছায়া প্রকাশ। বৃহস্পতিবার ৪ জুলাই শহরের মিশনপাড়ার ভিক্টোরি কেক লেন হলরুমে কেক কাটার মধ্য দিয়ে এ প্রবীণ সাংবাদিকের জন্মদিন পালন করা হয়। এসময় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত সকলে। এসময় বক্তারা রণজিৎ মোদকের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন এবং তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি যেমনি একজন প্রকৃত শিক্ষক, তেমনি একজন বিচক্ষণ সাংবাদিক। এছাড়াও সবাই বলেন যে, তাদের দেখায় তিনি একজন সফল ও স্বার্থক মানুষ। সবাই তার ভূয়সী প্রশংসা করে ভবিষ্যত সফলতা ও সুন্দর জীবন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, রৌদ্রছায়া প্রকাশের কর্ণধার কবি ও গল্পকার আহমেদ রউফ, লেখক মিজান মিলকী, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, ডা. বশির আহম্মেদ তুষার, বদরুল আলম, মোঃ শাহ-আলম, এস এম জাকারিয়া, সাংবাদিক মোঃ মিঠুন মিয়া,
-সম্পাদক,জাতীয় সাপ্তাহিক পত্রিকা-- ফরিদা ইয়াসমিন সুমনা
পল্লবী প্রত্যাশা, মোঃ মোশারফ হোসেন, সাংবাদিক রাকিব চৌধুরী শিশির ও মিজান ফরাজী প্রমুখ। উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক ও কবি রণজিৎ মোদক ১৯৫৫ সালের ৪ জুলাই টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার নারান্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নারান্দিয়া টিআরকেএন হাইস্কুলে ও কাগমারী মোহাম্মদ আলী কলেজে লেখাপড়া করেছেন। পরে তিনি ঢাকা জেলার কেরাণীগঞ্জের পারজোয়ার ব্রাহ্মনগাঁও উচ্চ বিদ্যালয়ে ১৯৭৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি ৮০’র দশক থেকে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। তিনি এপর্যন্ত ৭টি গ্রন্থ প্রকাশ করেছেন। এছাড়াও ‘শিউলী’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন তিনি। তাছাড়া ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তার অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.