প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ণ
প্রয়াত ও কার্যকরী সভাপতি জগবন্ধু স্মরণে, ১২ তম রক্তদান দিবস
প্রয়াত ও কার্যকরী সভাপতি জগবন্ধু স্মরণে, ১২ তদিবসম রক্তদান দিবস
ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল এর উদ্যোগে এবং উত্তর-পশ্চিম জেলা কমিটি ও বরানগর , কাশিপুর এর বিভিন্ন ব্যবসায়ী সমিতির সহযোগিতায় , প্রয়াত ও কার্যকরী সভাপতি জগবন্ধু সর স্মরণে, ১২ তম রক্তদান দিবস ও জিএসটি প্রতিবাদ , স্থান রতন বাবু রোড কাশিপুর কলকাতা 2 সংলগ্ন, এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সুদর সনানন্দ মহারাজ বেদান্ত মঠ, এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক অতীন ঘোষ, ডিসি ৮ ব্যাটেলিয়ন এস রাজু, ট্রাস্ক ফোর্সের সদস্য কমল দে, এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তারকনাথ ত্রিবেদী ,
এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে পরিচালনা করেন শুভেন্দু ঘোষ মহাশয় প্রায় ৫০ থেকে ৬০ জন রক্তদাতা আজকের অনুষ্ঠানের রক্তদান করেন। এবং সেন্ট্রাল ব্যাংকের সহযোগিতায় আজকে রক্তদান শিবির সুন্দরময় হয়ে ওঠে, শুধু তাই নয়, এর সাথে সাথে ব্যবসায়ী সমিতিরা তীব্র প্রতিবাদ জানান জিএসটির উপর, তারা বলেন সরকার যদি জিএসটি না তুলে নেয় তাহলে আমরা তীব্র আন্দোলনে নামবো এবং আমরা বাধ্য হবো রাস্তায় নামতে। শুধু তাই নয় আমরা দিল্লি যেতেও তৈরি, দাঁড়াও বলেন সরকার যদি আমাদের পাশে থাকে আমরা কথা দিচ্ছি তাদের পাশে থাকব যদি না আমাদের দাবি মেটায় তাহলে আমরাও তার প্রতিবাদ করে জিএসটির বিরুদ্ধে লড়বো। এর আগেও আমরা মুড়ি ছিঁড়ে নিয়ে জিএসটির বিরুদ্ধে রাস্তায় নেমেছি, আমরা দরকার হলে আবারও একই পথ অনুসরণ করব। এর সাথে সাথে সকল রক্তদাতা কে অভিনন্দন জানালেন আজকে এই সুন্দর রক্তদান দিবসকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং উৎসাহিত করার জন্য।, রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.