প্রশাসনিক সহায়তা না পেয়ে নিজ উদ্যোগে শীতার্তদের পাশে দাঁড়ালেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ নুর আলম আকন্দ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের জন্য কম্বল বরাদ্দ চেয়ে লিখিত আবেদন করেও কোনো প্রকার সহযোগিতা না পাওয়ায় দ্বিতীয় পর্যায়ে নিজ অর্থায়নে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান, গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মী মোহাম্মদ নুর আলম।
চলমান শীত মৌসুমে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সীতার্ত দরিদ্র ও অসহায় মানুষ যখন তীব্র শীতের কষ্টে মানবেতর জীবন যাপন করছিলেন, তখন সরকারি সহায়তা না পাওয়া সত্ত্বেও মানবিক দায়বদ্ধতা থেকে মোহাম্মদ নুর আলম আকন্দ ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসেন।

বিতরণকালে তিনি বলেন,
“আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের মানুষের প্রতি দায়বদ্ধ। প্রশাসনিকভাবে আবেদন করেও সহযোগিতা না পাওয়ায় হতাশ হয়েছি, তবে মানুষের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। তাই নিজের সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছি।”
স্থানীয় উপকারভোগীরা জানান, সরকারি সহায়তা না থাকলেও একজন সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীর এমন উদ্যোগ তাদের জন্য বড় আশার আলো হয়ে এসেছে। তারা এই মানবিক কর্মকাণ্ডের জন্য মোহাম্মদ নুর আলম আকন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, শীতকালীন দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সব মহলের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।
উল্লেখ্য, মোহাম্মদ নুর আলম আকন্দ দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও মানবাধিকার কর্মী হিসেবে সমাজের অসহায় মানুষের অধিকার আদায় ও মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।