“প্রিয়ার ভুবন”একটি আবৃত্তিচর্চা কেন্দ্র। 18ই সেপ্টেম্বর 2024 সালে “প্রিয়ার ভুবন”-এর জন্ম।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো
এখানে শুদ্ধ উচ্চারণ সহকারে আবৃত্তি শেখানো হয়। “প্রিয়ার ভুবন”-এ প্রতিযোগিতায় ছোটোদের ভূমিকা ছিল দেখার মত।”প্রিয়ার ভুবন”-এর কর্ণধার ও সঞ্চালিকা মিতালী দাস চক্রবর্তী।

“প্রিয়ার ভুবন”-কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আজ (7ই ডিসেম্বর রবিবার 2025) সমরেশ বসু মঞ্চে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে

নাচ,গান,আবৃত্তি,স্বরচিত কবিতা পাঠ ও শ্রুতিনাটক পরিবেশন করেছেন।ছোটোদের মধ্যে স্বরিত্রি দে,নিত্য কুমারী,অদৃতি মুখার্জী,অলিভিয়া দাস ঐন্দ্রিলা

কর খুব ভালো নেচেছে।গানে স্মিতা মালি,আর্থি মন্ডল প্রশংসাযোগ্য।খুদে প্রতিযোগী অনুশ্রী মন্ডল সাবলীল কন্ঠে গান গেয়েছে।আবৃত্তিতে শুভ্রাংশু



আবৃত্তিকার ও অভিনেতা অসিতবরন সরকার,পিএস বিজু দাস ও যোগা শিক্ষক ডঃ মধুসূদন দে।

এছাড়া ছিলেন সঙ্গীতশিল্পী অমৃতা রায় ও বর্নালী দেব পান্ডা। নৃত্যশিল্পীদের মধ্যে ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য।

পায়েল চক্রবর্তীর অসাধারণ গান,এছাড়া আরও শিল্পীরা অনুষ্ঠানটির সাফল্য এনে দিয়েছেন।
