দিনাজপুরের চিরিরবন্দরে প্রেমিকার সঙ্গে অভিমান করে তার সামনেই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মোস্তাকিম (২০) নামের এক যুবক।
নিহতের প্রেমিকা ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ আগস্ট) বিকেলে মোস্তাকিম তার প্রেমিকাসহ রেলব্রিজ সংলগ্ন এলাকায় বিকেলে ঘুরতে আসে। এক পর্যায়ে তাদের মধ্যে কোনো বিষয়ে মনোমালিন্য হয়। এসময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আসলে প্রেমিকার সামনেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মোস্তাকিম।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং মরদেহের সুরতহাল শেষে উদ্ধার করি। পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।