প্রেস বিজ্ঞপ্তিঃ
কবি ও সংগঠক বাপ্পি সাহা’র জন্মদিন আজ কবি বাপ্পি সাহা’র জন্মদিন আজ। সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে পরিচিত এক নাম। তিনি একাধারে কবি, গল্পকার, গীতিকার, শিশুসাহিত্যিক ও ঔপন্যাসিক। সাহিত্য অঙ্গনে তার অবাধ বিচরণ। বিভিন্ন সংগঠনে কাজ করে যাচ্ছেন। বহু সংগঠন থেকে সম্মাননা প্রাপ্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভ্রান্ত সাহা পরিবারে ১৯৮৪ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন। কিন্তু তার শৈশব কৈশোর কেটেছে নারায়ণগঞ্জ। আদর্শ স্কুলে পঞ্চম শ্রেণি, এরপর নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। তারপর সরকারি তোলারাম কলেজে লেখাপড়া করার পাশাপাশি ব্যবসায় জড়িয়ে পরেন। তিনি নারায়ণগঞ্জ কবিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। হাই স্কুল জীবন থেকেই তিনি সাহিত্য চর্চায় জড়িত।
তার কবিতার প্রেমকে প্রাধান্য দেয়া হয়েছে। কাজ রশিক বাপ্পি সাহা একজন সরল মনের মানুষ। হাস্যজ্জ্বল সংঘপ্রিয়। কবি বাপ্পি সাহা’র প্রকাশিত গ্রন্থসমূহ: রাঙা প্রজাপতির ডানা (কাব্য-২০১৪), ছায়া দ্বীপ (গল্প-২০১৫), স্মৃতির ক্যানভাসে (কবিতা-২০১৬), বিষাদের খেয়া (কাব্য-২০১৭), বাপ্পি সাহা’র শত কবিতা (কাব্য- ২০১৮), সৃষ্টি তার উঞ্চ চুম্বন (উপন্যাস-২০১৯), মুখোশের অন্তরালে (উপনাস-২০২০), সকলে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান (২০২১), বাপ্পি সাহা’র একশ প্রেম (কাব্য- ২০২১), কিশোর মুক্তিযুদ্ধ (২০২১), ভুতের আস্তানা (২০২২), নানান দেশের রূপকথা (২০২২), সায়েন্স ফিকশন গান শিপের যোদ্ধা (২০২৩), ভয়ংকর ভূতের তান্ডব (২০২৪), বাপ্পি সাহা’র অণু প্রেম (২০২৪),কিশোর থ্রিলার বাগান বাড়ির রহস্য (২০২৫)। এছাড়াও তার সম্পাদিত গ্রন্থ’ ‘জনক’, স্মারক গ্রন্থ ‘এক তর্জনীর স্বাধীনতা’ (মুজিববর্ষ-২০২০)। তিনি kobial24.net এর সম্পাদক বাপ্পি সাহা সাহিত্য ভালোবাসেন বলেই নারায়ণগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে একজন সুপরিচিত কবি। কবির কিছু লেখা অনু কবিতা হাজার হাজার তাঁরার মাঝে তুমিই একটি তাঁরা মাঝে মাঝে ছন্দ হীন তুমি আর আমাতে ছাড়া। লাল সবুজের মাঝেই আমি বার বার বিজয়ের পতাকা খুঁজি। লাল সবুজের এই স্বর্গধামে স্বাধীন বাংলাদেশকেই বুঝি। তোমার মনে লিখে রাখা আমারই এমন এক গল্প ভালোবাসার যোগ বিয়োগে হয়নি কখনো অল্প। হারিয়ে যাওয়া গল্পের শব্দ হতে চাইনে, যে গল্প মানুষ তৈরি করে সেই গল্পই হোক প্রতিদিন, প্রতিক্ষণ। সাজিয়ে রেখেছি মনের বাগানে বৃষ্টিভেজা ফুল সে ফুল শুধু গন্ধ ছড়াবে ভাঙ্গবে মনের ভুল। এক এর পর দুই রাতের পরে আসে দিন এমনি করে বাড়ে প্রতিদিন তোমার প্রতি ঋণ। নীতিকথার ফুল ঝরে মুখে নেইতো কোন নীতি স্বার্থ খুঁজে স্বার্থ বুঝে তাদের মিথ্যে বলাই রীতি মানুষ নাকি মানুষ ওরা ঠকায় মানুষ রোজ আসল কেমন মানুষ ওরা রেখো একটু খোঁজ। তুমি হিন্দু হলেই কী বা বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম হলেই কী? কত পার্থক্য তৈরি করবে…. মনে রেখ, তোমার আমার রক্ত মিশে আছে আদম হাওয়া অব্ধি। ভাবছো দূরে কোথাও, কত দূরে যেন মন আমি বলি তারপরও তোমার কাছাকাছি শুধু অনুভূতির প্রয়োজন। বিজয় আমার লাল সবুজে বিজয় আমার প্রাণে বিজয় আমার স্বপ্ন রাঙা বিজয় নবান্নের ঘ্রাণে। অন্তর কালো, মন কালো, কালো দেহ খানা তোর কালো আর কালের কালো কি করে হবে সাদা। যে বুঝে যায় কাছে পেয়েও হারাবার শোক সে কখনো চায়না কেউ তার প্রিয়জন হোক! যে চোখে রাখা যায় চোখ যে ঠোঁটে ছোঁয়া যায় ঠোঁট তবে না হয় ভালোবাসা হোক,ভালোবাসা হোক। তুমি তাকালে যতটা দূরত্ব মনে হয় ততটা দূরে আমি নই আমি আছি তোমারই কাছাকাছি যতটা মন থাকে তোমার পাশাপাশি। ভবের আগুনে পুড়ে পুড়ে হচ্ছি আমি যে ছাই.. কি আছে এই জীবনে যদি তোর দেখাই না পাই। এই শহর এখন বৃষ্টি ভেজা শহর ধুঁয়ে যাক মুছে যাক পাপের আত্মাগুলো। অমানুষগুলো মানুষ হোক, শুভবুদ্ধি হোক মানবকুলের। তার শুভ জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দনসহ সুদীর্ঘ জীবন কামনা করছি। রণজিৎ মোদক লেখক: কবি ও সাংবাদিক