বন্দর প্রতিনিধি // শীতলক্ষা সেতু উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুল করলেও স্ব- পরিবার পরিদর্শনে আসতে ভুল করেননি। নারায়ণগঞ্জসহ বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সেতু শীতলক্ষা । সেতু উদ্বোধন হয়েছে ১০ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের নাম করনে তৃতীয় শীতলক্ষা সেতু উদ্বোধন করেন। তার পর থেকেই আলোচনায় আসে যার নামে সেতু উদ্বোধন হচ্ছে সেই পরিবারের কাউকে দাওয়াত করা হয়নি। প্রয়াত সাংসদ পত্নী পারভীন ওসমান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য হওয়ার পরও কেন দাওয়াত দেয়া হয়নি এ নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দু ছিল। দাওয়াত দিতে ভুল করলেও শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় স্ব পরিবার সেতু পরিদর্শনে আসেন।
১৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মনী পারভীন ওসমান, একমাত্র ছেলে আজমেরী ওসমান, মেয়ে আফরিন ওসমানসহ অন্য সদস্যরা। বন্দরের কাঙ্ক্ষিত ৩য় শীতলক্ষ্যা বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু পরিদর্শনে গিয়ে প্রমান করলেন দাওয়াত লাগে না। কৃত্রিমান ব্যাক্তির নামে সরকার যে নাম করন ( নাসিম ওসমান সেতু) করেছেন সেই সেতু পরিদর্শন করেছেন পরিবারের লোকজন।
এসময় আজমেরী ওসমান বলেন মাটিও মেহনতী মানুষের কল্যানে সারাজীবন কাজ করেছেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান আজ তারই স্বপ্ন পূরণ হলো।
এসময়ে আরো উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি বন্দর থানা সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, ২২ নং ওয়ার্ড যুব সংহতি সভাপতি এইচ এম সোহাগ, ২২ নং ওয়ার্ড যুব সংহতি সাধারণ সম্পাদক সানি হোসাইন, যুব সংহতি বন্দর থানা সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মোল্লা, শেখ মো রসেল, হৃদয় প্রমূখ।