প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:০২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৩, ১:২৮ পূর্বাহ্ণ
ফটো টেক ইন্ডিয়া এক্সপো ২০০৩ …. নেতাজী ইনডোর স্টেডিয়ামে শুরু
ফটো টেক ইন্ডিয়া এক্সপো ২০০৩ .... নেতাজী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে.।
রিপোর্টার.. শম্পা দাস ও সমরেশ রায়
প্রতিবছরের ন্যায় ইস্টার্ন ইন্ডিয়া ফটোগ্রাফী টেড এন্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বছরও ১১ ই এপ্রিল থেকে তেরই এপ্রিল এই ফটোগ্রাফী এক্সপো আয়োজন করেন। এই এক্সপো প্রতিদিন সকাল 11 টা থেকে রাত্রি সাতটা পর্যন্ত খোলা থাকবে সকল দর্শক ও ফটোগ্রাফী বন্ধুদের জন্য। বিভিন্ন দেশ থেকে কোম্পানীরা অংশগ্রহণ করেছেন এবং ২০০ থেকে ২৫০ স্টল এই এক্সপোতে রয়েছে, তাদের প্রত্যেকের জিনিস, শুধু ক্যামেরা নয় ,বিভিন্ন ধরনের হাতের কাজ থেকে শুরু করে ডিজাইন এই মেলায় দেখা যাবে
এই মেলার শুভ সূচনা করেন চলচ্চিত্র অভিনেত্রী রাইমা সেন , নিকন ইন্ডিয়া, থেকে শুরু করে সোনি, ফুজি ফিল্ম, প্যানাসনিক সমস্ত ধরনের কোম্পানী অংশগ্রহণ করেছে। শুধু তাই নয় তারা তাদের বিভিন্ন মডেল দিয়ে ফটোগ্রাফীদের উৎসাহিত করছেন এবং বিভিন্নভাবে তাদের ডিসপ্লে করে দেখার সুযোগ করে দিচ্ছেন, বউ নতুনও পুরানো ফটোগ্রাফিরা এই মেলায় এসে তারা ফটো তুলছেন এবং কেউ কেউ তাদের প্রয়োজনীয় জিনিস জানার চেষ্টা করছেন, আবার অনেকেই তাদের প্রয়োজনীয় জিনিস কিনছেন।,....। দূর দুরান্ত থেকে দর্শকেরা এবং ফটোগ্রাফিরা এই মেলায় অংশগ্রহণ করছেন ও ঘুরে দেখছেন,, এবং তাহারা জানান এই ধরনের একটি এক্স পো হয় আমরা অনেক কিছু জানতে পারি বুঝতে পারি এবং এখান থেকে কিনতে পারি কারণ সমস্ত কিছু দোকানে পাওয়া যায় না এই ধরনের এক্স প্র হলে অনেক নিত্য নতুন জিনিস আমরা চোখে দেখতে পাই এবং সেগুলি কেনার চেষ্টা করি। শুধু তাই নয় এখানে ফ্রি সার্ভিস ও দেওয়া হয়। তাই আমাদের অনেকটাই সুবিধা হয়। এবং এই এক্সপো উদ্যোক্তাদের আমরা ধন্যবাদ জানাবো এই ধরনের মেলার আয়োজন করার জন্য,..।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.