গ্রেপ্তারকৃত মো. রাব্বি ফতুল্লা মডেল থানার সস্তাপুরের নাজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মৃত আলী ওসমানের পুত্র।
সোমবার (২৪ এপ্রিল) সকালে তাকে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে শ্লীতাহানির শিকার হওয়া ভুক্তভোগী ওই তরুনী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত মো. রাব্বি ও মামলার বাদী একই বাড়ীতে ভাড়ায় বসবাস করে আসছিলো। প্রায় সময় বাদীকে কু- প্রস্তাব দিয়ে আসছিলো রাব্বি।
রোববার রাত ১০ টার দিকে বাদী ঘরে একা থাকায় রাব্বি বাদীর বাসায় প্রবেশ করে তার পরিধেয় জামা টেনে-হিচড়ে ছিড়ে ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়।
এ সময় সে আত্নরক্ষার্থে ডাক-চিৎকার করলে বাদীর স্বামী সহ আশ-পাশের ভাড়াটিয়ারা এগিয়ে এলে রাব্বি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত আসামী কে সোমবার সকাল ১০ টার দিকে সস্তাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।