প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ণ
ফতুল্লায় শিবু মার্কেট এলাকায় অটোরিকশা থেকে বৃদ্ধের মরদেহ ফেলে পালায় নারী সিসি ক্যামেরায় দেখা
ফতুল্লায় শিবু মার্কেট এলাকায় অটোরিকশা থেকে বৃদ্ধের মরদেহ ফেলে পালায় নারী সিসি ক্যামেরায় দেখা
নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশা থেকে বৃদ্ধের মরদেহ (৬০) ফেলে পালিয়ে যান এক নারী। সোমবার (৯ অক্টোবর) দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃদ্ধের পায়ে পুড়ে যাওয়ার পুরাতন চিহ্ন রয়েছে। সেই সঙ্গে নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। হঠাৎ একটি মরদেহ দেখতে পেয়ে সড়কের পাশের একটি কারখানার সিসি ক্যামেরা চেক করা হয়। সেখানে দেখা যায়, অটোরিকশায় করে আসা এক নারী বৃদ্ধের মরদেহ দেহ ফেলে চলে যান। তবে তার পরিচয় জানা যায়নি।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.