নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আফজাল (৪২) নামে ১৪ মামলার এক আসামি খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে ফতুল্লার দেওভোগ হাসেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফজাল ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলা বাজার এলাকার প্রধান বাড়ির এবাদুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ১০-১৫ জন সন্ত্রাসী আফজালকে রাস্তা থেকে হাসেমবাগ এলাকায় ধরে নিয়ে যায়। সেখানে আফজালকে তারা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আফজালের স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মোফাজ্জল হোসেন বলেন, ‘সন্ত্রাসী রাজু, রাসেল, রাশেদ ও তাদের বাহিনীর লোকজন মিলে আফজালকে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ভাইয়ের বিরুদ্ধে ওরা কিছুদিন আগে চার-পাঁচটা মিথ্যা মামলা করেছিল।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, আফজাল বেশ কয়েকদিন আগে বাশমুলি এলাকার আরেক সন্ত্রাসী রাসেলের ভাই রাশেদকে কুপিয়ে মারাত্মক জখম করেছিল। রাশেদ সুস্থ হয়ে বাসায় ফিরলে তার গ্রুপের লোকজন নিয়ে আফজালকে এলোপাতাড়ি কুপিয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত আফজালের বিরুদ্ধে থানায় ১৪টির মতো মামলা আছে। তাকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।