প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২, ১২:৩১ পূর্বাহ্ণ
ফতুল্লায় কুখ্যাত কিশোর তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে জেলা (ডিবি)
ফতুল্লায় কুখ্যাত কিশোর তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে জেলা (ডিবি)
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর সকাল সোয়া ৭ টায় জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর ছোট কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ২টি চাপাতি ও ছিনতাইকৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ ইমদাদুল ইসলাম তৌয়ব, এসআই সৈয়দ রুহুল আমিন, এসআই হরবিলাশ, এসআই ফরিদ সংগীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করে। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রেখেছে। এ সংক্রান্তে ফতুল্লা থানার মামলা নং- ৬২, তারিখ ২৬/৯/২০২২ রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মাসদাইর জামালের গ্যারেজ এলাকার ফারুক মিয়ার ছেলে মোঃ পারভেজ(২৫), মাসদাইর (ছোট কবরস্থান) এলাকার মৃত সেকান্দর মিয়ার ছেলে মোঃ রাজু(২৬), পশ্চিম মাসদাইর পাকারপুল এলাকার জামাল মিয়ার ছেলে রাকিব হোসেন বিজয়(২১)। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.