নগর সংবাদ।।ফতুল্লায় গ্রাম পুলিশ মিরাজের ফোন,চেইন ছিনতাই,,ছিনতাইকারী হৃদয় আটক।
ফতুল্লার শারজাহান রি-রোলিং মিল এলাকায় গ্রাম পুলিশ সদস্য সৈয়দ মো. মিরাজ (৫৫)কে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, চেইন ছিনিয়ে নেয়ার মামলায় সজল (২০) নামক আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সজল ফতুল্লার দাপা ইদ্রাকপুর শারজাহান রি-রোলিং মিলস এলাকার আব্দুর রহমান। মঙ্গলবার(২৪ আগস্ট) বিকেলে তাকে ফতুল্লার দাপা শারজাহান রোলিং মিলস এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। থানা পুলিশ জানায়, ১৩ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ৪/৫ জনের একটি ছিনতাইকারী দল শারজাহান রোলিং মিলস এলাকায় গ্রাম পুলিশ সৈয়দ মিরাজ হোসেন কে মারধর করে নগদ টাকা মোবাইল ফোন ও একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়বাসী ধাওয়া করে হৃদয় নামক এক ছিনতাইকারী কে একটি সুইচ গিয়ারসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গ্রাম পুলিশ সৈয়দ মিরাজের পুত্র বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামী সজলকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফেরদৌস রওসন গোপন সংবাদের ভিত্তিতে দাপা ইদ্রাকপুরস্থ শারজাহান রোলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।