প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১০:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২১, ৮:২৪ অপরাহ্ণ
ফতুল্লায় হেরোইন, গাজাঁ ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
নগর সংবাদ।।ফতুল্লায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে হেরোইন, গাজাঁ ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লা থানার কিল্লারপুল এলাকার মৃত জামাল উদ্দিনের পুত্র সহোদর দুই ভাই নাদিম (৪৮), মো. সবুজ (৪০) ও ফতুল্লার পাগলা নয়ামাটির এলাকার মো. বাচ্চু মিয়ার পুত্র সেলিম (৩০)।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে তাদের কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট, ২৫ পুরিয়া গাজাঁ ও ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় দুটি মামলা দায়ের করেছেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার পাগলা নয়মাটি এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযানে ফতুল্লা থানার হাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পুরিয়া গাঁজা সহ নাদিম কে এবং ২ পুরিয়া হেরোইনসহ সবুজ কে গ্রেপ্তার করা হয়।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.