নগর সংবাদ প্রতিবেদক ) :নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব কগোপালনগরে টিকটকের নাচ গান শেখানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে আট বছরের শিশু কে বলাৎকার করার অভিযোগে আলী হোসেন (২৪) নামে এক যুবক কে গ্রেফতার রেছে পুলিশ। গ্রেফতারকৃত আলী হোসাইন পূর্ব গোপালনগরের মামুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া জামাল মিয়ার পুত্র। এ ঘটনায় ১৫ই জুলাই বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলী হোসাইনকে (২৪) নিজ বাসা গ্রেফতার করেছে।। মামলার আবেদনে উল্লেখ্য করা হয়, আলী হোসাইন নাচ গানের ভিডিও করে ফেসবুক ও টিকটকে আপলোড করে টাকা কামাই করতো। আর টিকটকে নাচ গান করিয়ে বাদীর ৮ বছর বয়সী শিশু পুত্রকে দেশ বিদেশে জনপ্রিয় করবে এবং এতে তারা আর্থিকভাবে লাভবান হবে বলে আলী হোসেন প্রস্তাব দেয়। এ প্রস্তাবে বাদী রাজী হয়ে তার ৮ বছর বয়সী পুত্রকে নাচ গান শেখার জন্য চলতি বছরের মার্চ মাসের এক তারিখ থেকে আলী হোসেনের বাড়িতে পাঠাতো। টিকটকে অভিনয় করার জন্য আলী হোসেন তার পুত্রকে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে যেত। অনেক সময় রাতের বেলায় আলী হোসেন শিশুটিকে নিজের বাড়িতেও রাখতো। যেদিন শিশু পুত্র রাতের বেলায় আলী হোসেনের বাড়িতে থাকতো পরদিন সে অসুস্থ বোধ করতো। তিনি পরিশ্রমের কারণে তার পুত্র অসুস্থ হয়ে পড়তো বলে মনে করতেন। গত ১২ই জুলাই সন্ধ্যায় নাচ গান শেখার জন্য আলী হোসেনের বাড়িতে যায় ছেলেটি। ফিরে আসার পরে সে অসুস্থ বোধ করলে তার মা জানতে চাইলে ছেলে জানায় তাকে বলাৎকার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শিশুটির মা বাদি হয়ে মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।