প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
ফরিদপুর জেলায় চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বিএনপির নেতাকে কুপিয়ে জখম
ফরিদপুর জেলায় চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বিএনপির নেতাকে কুপিয়ে জখম
চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ফরিদপুর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন রোডের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সাগর খন্দকার নামে এক যুবক সকালে শহরের রেড ক্রিসেন্ট মার্কেটের নিচের একটি পানের দোকান থেকে চাঁদা নিতে আসেন। এ সময় সেখানকার ব্যবসায়ীরা বিষয়টি জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্টের কর্মকর্তা ফরহাদ হোসেন ঝিনুকে জানান। এ ঘটনায় তিনি সাগর খন্দকারকে শহরের জসীমউদ্দীন রোডে ডেকে এসব না করতে অনুরোধ করেন। এ সময় সাগর একটি চাইনিজ কুড়াল দিয়ে ফরহাদ হোসেন ঝিনুকে কয়েকটি কোপ দেয়। পরে লোকজন তাকে ঘিরে ধরে মারধর করে কোতোয়ালি থানায় সোপর্দ করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, অভিযুক্ত সাগর খন্দকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.