ফরিদপুর প্রতিনধি।।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী বরযাত্রীবাহী বাসটি ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩৮ জন আহত হয়েছেন। আহতদের সকলের বাড়ি রাজবাড়ীতে বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, এম এম পরিবহনের একটি বাস রাজবাড়ীর উদ্দেশে যাচ্ছিল। পথে নগরকান্দার ভবুকদিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বিয়ের অনুষ্ঠান শেষ করে বরযাত্রীবাহী বাসটি বরিশাল থেকে ছেড়ে এসে রাজবাড়ীর বিনোদপুর যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।