প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ
ফাটাফাটি অফিশিয়াল ট্রেলার লঞ্চ করল
ফাটাফাটি অফিশিয়াল ট্রেলার লঞ্চ করল..।
রিপোর্টার .. কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
১৪ই এপ্রিল, শুক্রবার সকাল ১১ টায় নন্দন তিন এ উইন্ডোজ দ্বারা প্রযোজিত এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জী ধারা পরিচালিত ফাটাফাটি সিনেমার ট্রেলার লঞ্চ হলো ১২ই মে এই সিনেমার শুভ মুক্তি আর কয়েকটা দিন তারপরেই দর্শকদের ও সিনেমা প্রেমীদের কাছে কতটা প্রিয় এই সিনেমাতে বোঝা যাবে।,। নন্দিতা রায় অনিন্দ্য মুখার্জির বই মানেই বাংলা সিনেমা আলোড়ন সৃষ্টি করে চলেছে, এখন ওই পর্যন্ত বইয়ের সাবস্ক্রাইব সারা ফেলে দিয়েছে দর্শকদের মনে, ব্রহ্মা জানেন গোপন সমনটি এবং বাবা বেবি ও এর পরে অরিন্দম মুখার্জির তৃতীয় ছবি গল্পটি ফুলোরা ভাদুড়ি কে নিয়ে ঘিরে আবর্তিত হয়েছে, শহরতলীর একজন দর্জিকে ডিজাইনের প্রতিভাধর অনুভূতির সাথে ঠাট্টা করা হয় ,বাড়ির দিকে থাকার জন্য তিনি কি প্রতিকূলতা সত্ত্বেও একজন ফ্যাশন প্রভাবশালী হতে পারেন,....। এই ছবিতে অভিনয় করেছেন, রিতাভরী চক্রবর্তী, আবির চ্যাটার্জী, পরিচালক অরিত্র মুখার্জী, অভিনেতা সংঘশ্রী সিনহা, দেবশ্রী গাঙ্গুলী অরিজিৎ মুখার্জি অসমি ঘোষ সহ অন্যান্যরা
টেলার লঞ্চ উপলক্ষে সিনেমার পরিচালক অরিত্র মুখার্জি বলেন, পরিচালক হিসাবে এটি আমার তৃতীয় ছবি এবং ঋতাপুরীর সাথে দ্বিতীয় ছবি আমি কাজ করতে পেরে ভালো লাগছে।... রিতা ভরি চক্রবর্তী বলেন এই ছবিটি আমার কাছে খুবই বিশেষ কারণ এটি উইন্ডোস এবং অরিত্রের টিমের আমার দ্বিতীয় কাজ। উইন্ডোজ আমার কাছে একটি পরিবার, আজ উইন্ডোজের জন্যই এই ছবিটা আমি কাজ করছি..। আবির চ্যাটার্জি এই ছবিটি খুবই উত্তেজনা পূর্ণ। ছবিতে একজন মধ্যবিত্তের চরিত্রে আমি আমার চরিত্রটাকে পছন্দ করেছি। এই ছবিটি সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে।, সকলেই একই কথা বলেন ১২ই মেয়ে আসছে ছবিটি শুভ মুক্তি পেতে আপনারা হলে দেখুন এবং আপনাদের মতামতি আমাদের এগিয়ে চলার পথ যোগায় এই বইটি না দেখলে কিছু বোঝা যাবে না। তবে ফাটাফাটি মানেই ফাটাফাটি,,,,,, এই ছবিটি আশা করি দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করবে....কেউ দেখতে ভুলবেন না তাহলে আফসোস করতে হবে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.