বিশেষ প্রতিনিধি :- ফিলিস্থিন অসহায় মুসমানদের উপর ইসরাইলের বর্বরত হত্যাকান্ডের বিরুদ্দে ও বাইতুল মুকাদ্দাস রক্ষার দাবীতে প্রতিবাদে বন্দর হাজীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
গত ২০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নামাজের পরে বন্দর থানাদীন বৃহত্তম হাজীপুর সুন্নী জনতা আয়োজনে ঐ প্রতিবাদ সভার অনুষ্টিত হয়
এ সময় বক্তারা বলেন -- ইসরাইল হলো মুসলিম জাতির শত্র তারা কখনো মুসলিম দের ভাল চায় না তারা ফিলিস্তিনিদের উপর যে ভাবে হামলার করা হয়েছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই) এবং ইসরাইল বিক্ষোভ কারী ফাঁসি চেয়ে খুব দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। সেই সাথে ফিলিস্তিনের জাতিরদের আত্মার মাগফেরাত কামনার দোয়া করি এবং ইহুদী-নাছাদের বরর্বরিত হামলার নিহত ও আহতদের তাদের আত্তার মাগফেরাত কামনায় আল্লাহ দোয়া প্রর্থোনা করি আমিন।
উক্ত প্রতিবাদ সভার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মাহবুব হোসেনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্যো রাখেন বৃহত্তম হাজিপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ইয়াছিন আল ওয়াইছি। মধ্য হাজিপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল কালাম শাতি নগরী পূর্ব হাজীপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মেরাজ আল কাদরী সহ অন্য অন্য ওলামার কেরাম সহ অত্ত এলাকায় গর্ন্যমান্য বৃক্তিবর্গ এসময় উপস্তিত ছিলেন পরে। মিছিলটি বিভিন্ন সরক ঘুরে হাজীপুর বাস ষ্টান্ডে এসে এক সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে শেয হয়।