নগর সংবাদ।।ফেনীতে ট্রেনে কাটা পড়ে শারমিন আক্তার সুমাইয়া (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
শনিবার (০২ জানুয়ারি) দুপুরে শহরতলীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় শারমিন আক্তার দ্রুত লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হয়। একপর্যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শারমিন আক্তার সুমাইয়া জেলার ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার নাজমুল হোসেনের স্ত্রী।