৮ ই ডিসেম্বর রবিবার, ঠিক সকাল দশটায়, মূর্খরোচক গার্ডেন, দক্ষিণ গোবিন্দপুর, কলকাতায় ,শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, ফোরাম ফর বিজনেস সোশ্যাল এন্ড কালচার(FBSC) এর বাৎসরিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, ব্রম্ভ কুমারী ও অস্মিতা পোদ্দার,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডি সি পি বিধান নগর, আই পি এস অনিশ সরকার, জর্জ টেলিগ্রাফের ডিরেক্টর সুব্রত দত্ত, সেনকো গোল্ডের চেয়ারম্যান শুভঙ্কর সেন, এফ বি এস সি ভাইস প্রেসিডেন্ট বৈশালী ডালমিয়া, প্রেসিডেন্ট সি ডাব্লু বি টি এর সুশীল পোদ্দার, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ এবং ভূতের রাজা দিল বরের ডিরেক্টর রাজীব পাল।
এছাড়া পায়েল ব্যানার্জি ও সন্দীপ ভট্টাচার্য যাদের নিরলস পরিশ্রমে এই অনুষ্ঠান মনোময় হয়ে উঠেছে। অনুষ্ঠানে বিভিন্ন সদস্য ও কর্ণধারেরা জানালেন, আমাদের সংস্থার বয়স ২ বছর হলেও, প্রায় ২০০ এরও বেশি সদস্যকে যুক্ত করতে পেরেছি এই সংস্থায়, তাহার মধ্যে কম সময়ে আজকে প্রায় একশোরও বেশি সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ও পার্টি সিপেট করেছেন এবং এই অনুষ্ঠানটি সকলের যৌথ প্রচেষ্টায় শুরু হয়েছে, এই অনুষ্ঠানে রয়েছে প্যানেল ডিসকাশন, টকশো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাকসেস স্টোরীজ, এবং রয়েছে বেশ কিছু স্টল, যেখানে তাহাদের দ্রব্য সামগ্রী তুলে ধরেছেন,
এছাড়াও ভাইস প্রেসিডেন্ট বৈশালী ডালমিয়ার প্রচেষ্টায় দুইজন মহিলাকে সম্মান জানালেন মাইক্রোওয়েভ ও সেলাই মেশিন দিয়ে, সামনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করলেন। যে সকল অতিথি আজকের মঞ্চে উপস্থিত ছিলেন সকলকে ব্যাচ, উত্তরীয় পরিয়ে, তাহাদের হাতে একটি করে স্মারক, একটি করে গাছ এবং একটি করে সার্টিফিকেট তুলে দেন। স্মারক ও সার্টিফিকেট পেয়ে তারা গর্বিত, তাহারা জানালেন এফ বি এস সি এর এই প্রচেষ্টা আরো এগিয়ে যাক, সকলকে একসাথে নিয়ে চলার পথ তৈরি করুক। অসহায়দের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিক। এফ,বি এস সি , সারা বছর বিভিন্ন কর্মে যুক্ত থাকেন, ব্যবসায়ীদের পাশে থাকেন, বিভিন্নভাবে ব্যবসায়ীদের কে আলোর পথ দেখানোর চেষ্টা করেন, ডিজিটাল যুগে ও মোবাইলের যুগে, বাঙালী ও অবাঙালী যেই ব্যবসা করুক,
তাদের ব্যবসাকে সুদৃঢ় করতে ও এগিয়ে নিয়ে যেতে এফ বি এস সি পাশে আছে। এবং যারা বিজনেসের সফল হয়েছেন তারাও আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দর্শকদের সামনে তুলে ধরলেন, কিভাবে বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া যায়,
তার পদ্ধতি কি কি অবলম্বন করা দরকার, তার সাথে সাথে এফ বিএস সি র উদ্যোক্তারা জানালেন ,আমরা এই দুই বছরের মধ্যে যে সাড়া পেয়েছি, আমাদেরকে সকল ব্যবসায়ী যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাহার জন্য কৃতজ্ঞ। আগামী দিনে আমরা চেষ্টা করব আরও ব্যবসায়ীদেরকে যুক্ত করার ও সদস্য সংখ্যা বাড়ানোর।