ফ্যাসিস্ট তাড়িয়ে ফ্যাস্টি বসানো ২৪শের আকাঙক্ষা নয়-নারায়ণগঞ্জে সংস্কৃতি সংগঠন।।
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
ফ্যাসিস্ট তাড়িয়ে ফ্যাস্টি বসানো ২৪শের বন্দোবস্ত বা আকাঙক্ষা নয়। আমরা লড়াই করেছি পরির্বতনের জন্য। সব মানুষের সমান সুযোগের জন্য। তার ব্যত্যয় হলে সংস্কৃতি কর্মীরা আবারও মাঠে নামবে।
ঘৃণ্য, হাদি হত্যাকে কেন্দ্র করে গণামাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে নারায়ণগেঞ্জ সাংস্কৃতিক সমাবশে এ কথা বলেন সংস্কৃতি কর্মী সংগঠক ও শিল্পীরা। রোববার (২১ ডিসেম্বর) বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
বক্তব্য রাখেন শিল্পী ও জনচিন্তক রফিউর রাব্বি। তিনি বলেন, সকল ধর্মের মতের একটি দেশের জন্য স্বাধীনতা চেয়েছে মানুষ। যেসব প্রতিষ্ঠান দেশে মানবিক সমাজ গড়তে ভূমিকা রাখছে, আজকে গণ আঙ্খার বিরুদ্ধে শক্তি সেই প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। শরিফ ওসমান হাদির বর্বর মৃত্যুর বিচার আমরা চাই।
রফিউর রাব্বি বলেন, কোনোভাবেই আমরা হাদির মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। যখন দেশে একটি ষুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমাদের সামনে, নির্বাচন বানচাল করার জন্যই হাদিকে হত্যা করা হয়েছে। এমন ষড়যন্ত্র আগেও হয়েছে। আমরা সংস্কৃতি কর্মীরা এর বিরুদ্ধে মাঠে ছিলাম। সামনেও থাকবো। কোনো উগ্রপন্থার ষড়যন্ত্র বাংলার মানুষ আগে মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিনা তাজরিন। সর্বশেষ সম্মিলত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলা হয়