বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ " এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে জাতীয় পাট দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও র্যালি শুরু হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসাইন র্যালিটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক আশিষ কুমার ভৌমিক, পাট উন্নয়ন সহাকারী ঝর্ণা আক্তার, মোহাম্মদ কামরুল ইসলাম মিয়া ডি আই ও ১, পুলিশ সুপারের কার্যালয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান তারিক মাহমুদ, মাহবুব হাসান পিন্টু, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ আশরাফুল, সুচিত্রা রায়, মোহাম্মদ বিজয়, রহমাতুল্লাহ, দিলীপ কুমার রায়, মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ আবুল হাসান, রাজীব দাস প্রমূখ। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, পাটের সবচেয়ে বড় শত্রু হচ্ছে প্লাস্টিকের পলিথিন। পরিবেশবান্ধব পাটের মোড়কের পরিবর্তে আইন অমান্য করে এখনো ক্ষতিকর প্লাস্টিক পলিথিন ব্যবহৃত হচ্ছে ব্যাপকভাবে। নিজেদের স্বার্থে পরিবেশ রক্ষায় পাটপণ্য ও মোড়কের ব্যবহার বাড়ানোর মানসিকতা তৈরি করতে হবে দেশের প্রতিটি নাগরিককে। পাটের সুদিনকে ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।