নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে উপজেলা প্রশাসন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যম শ্রদ্ধা নিবেদন, শতাধীক স্পটে কুরআনখানী, দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন ক্ষুদ্র ঋণ বিতরণ,আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া, তোবারক বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে পৃথকভাবে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, সাবেক সোনারগাঁও উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, নারায়ণগঞ্জ জেলা , সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ফজলে রাব্বি, জাতীয় পার্টি ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।