নগর সংবাদ।। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেলো নারায়ণগঞ্জে রংমেলা নারী কল্যাণ সংস্থা। সারা দেশের মধ্যে কুটির শিল্প ক্যাটারীতে ২য় হয়েছে নারায়ণগঞ্জের এ শিল্প প্রতিষ্ঠান। নারী উদ্যোক্তা হিসেবে জাতীয় পুরস্কার পাওয়ার পর আরো একটি জাতীয় পুরস্কার পেলেন নারায়ণগঞ্জের পরিচিত মুখ, বহু প্রতিভার অধিকারী রং মেলা নারী কল্যাণ সংস্থার সভাপতি সাবিরা সুলতানা নীলা। এবার তিনি পেলেন জাতীয় পুরস্কার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০। সারাদেশের মধ্যে কুটির শিল্প ক্যাটাগরীতে ২য় স্থান অর্জন করেছে সাবিরা সুলতানা নীলার প্রতিষ্ঠান রং মেলা নারী কল্যাণ সংস্থা। ইতোমধ্যে বিজয়ীদের প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রনালয়। শীঘ্রই তুলে দেয়া হবে ৭টি ক্যাটাগরীতে জাতীয় পুরস্কার পাওয়া ২৩টি প্রতিষ্ঠানের কর্ণধারদের হাতে পুরস্কার। শিল্পমন্ত্রনালায়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরনে শিল্প উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার নীতিমালা ২০১৯ অনুযায়ী সরকার ৭ ক্যাটাগরির ২৩ শিল্প প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ এর জন্য নির্বাচিত করে। এর মধ্যে কুটির শিল্প ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে সাবিরা সুলতানা নীলার প্রতিষ্ঠান রংমেলা নারী কল্যাণ সংস্থা দ্বিতীয় স্থান অর্জন করেছে। জানা যায়, নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা দীর্ঘদিন ধরে সমাজের অসহায় বঞ্চিতদের জন্য কাজ করছেন । নারায়ণগঞ্জ কারাগারে নারী কয়েদিদের বিনা মূল্যে কুটির শিল্পের প্রশিক্ষণ দেন তিনি। তার হাতে অসংখ্য নারী বিনামূল্যে কুটির শিল্পের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হয়েছেন। সাবিরা সুলতানা নীলার আর একটি মহৎ গুণ এতিম অসহায় শিশুদের পাশে দাঁড়ানো। প্রতি ঈদে শিশুদের মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। পুরস্কার প্রাপ্তি নিয়ে এক প্রতিক্রিয়ায় সাবিরা সুলতানা নীলা জানান, পরিশ্রম করলে কোন কিছুই বৃথা যায় না। কঠোর পরিশ্রম একসময় সফলতা এনে দেয়। তার অন্যতম দৃষ্টান্ত হলো আমার এ পুরস্কার প্রাপ্তি। আমি খুবই আনন্দিত যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি বলেন আমি কৃতজ্ঞ মহান আল্লাহ তায়ালার কাছে যিনি আমাকে সম্মান এনে দিয়েছেন। দ্বিতীয়ত আমার স্বামীর কাছে যিনি আমার প্রতি বিশ্বাস রেখে সব সময় কাজের উৎসাহ দিয়ে গেছেন।