বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের উদ্যোগে , আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, ৮১৩ টি গাছ বিতরণ ও রোপণের কর্মসূচি করলেন।
রিপোর্টার. কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ পাঁচই জুন, সোমবার বিশ্ব পরিবেশ দিবস, গান্ধী মূর্তির পাদদেশে 1st slst 2016...Ix to xii .... ৮১৩ দিন চাকরির দাবিতে, নরক যন্ত্রণায় দিন গুণছেন ,আর এই নরক যন্ত্রণা থেকে যাতে মুক্তি পাওয়া যায় তাই ,তারা আজকে ৮১৩ দিনের মাথায় এবং পরিবেশ দিবস উপলক্ষে, ৮১৩ টি গাছ বিতরণ করলেন, পথ চলতি মানুষ এবং বাস-যাত্রীদের হাতে তারা গাছ তুলে দেন, , আর এই গাছ ৮১৩ দিনের নরক যন্ত্রণা সাক্ষী হয়ে থাকুক, .... একদিকে প্রচন্ড উষ্ণায়ন অন্যদিকে অক্সিজেনের অভাব আস্তে আস্তে গাছ বিলুপ্ত হয়ে পড়ছে এবং কেটে ফেলা হচ্ছে তাই তারা আজকের এই দিনে বিনা পয়সায় একটি করে গাছ পথ চলতি মানুষের হাতে তুলে দিলেন, যাতে কিছুটা অক্সিজেন তৈরি করতে পারে একটা গাছ লাগিয়ে ও বাঁচিয়ে তুলে, এবং এখান থেকেই বার্তা দিলেন আপনারা গাছ কাটবেনা, গাছকে বাঁচিয়ে রাখুন, নিজের জীবনকে সুস্থ রাখুন।.... এর সাথে সাথে একটি সুন্দর ট্রাক লাইন ব্যবহার করেছেন... একটি গাছকে নিয়ে যেখানে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে..... সবুজ পাতা সবুজ প্রাণে, বাচুক মোদের দেশ....... শপথ নিয়ে বাঁচিয়ে রাখি, শিক্ষা পরিবেশ.......। এর মধ্য দিয়েই তারা শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছে , এবং চতুর্দিকে যেভাবে অরাজকতা চলেছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে, উপযুক্ত ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, তারা আজ ৮১৩ দিন ধরে যোগ্য প্রমাণ হওয়ার পরেও , গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় পড়ে আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দিকে তাকাচ্ছেন না, শিক্ষা মন্ত্রী চুপ হয়ে আছেন ,সেই বার্তায় আজ তারা দিলেন, তাদের একটাই দাবি আমাদের নিয়োগ চাই, আমরা এখনো আশা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে নজর দেবেন ,আমাদের কথা ভাববেন, এই প্রচন্ড গরমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন , আমাদের চাকরি দিন, আমাদের বাঁচতে দিন ,আমাদের নিয়োগ দিন,,,, আমাদের পরিবার পরিজন ,বাবা মা আমাদের দিকে তাকিয়ে আছেন, .... আপনি তো বলেন সবার মমতাময়ী মা। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী , তাহলে কেন আমাদের দিকে তাকাচ্ছেন না, ...