বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) নারায়ণগঞ্জ এর সদস্যদের তথ্যের ভিত্তিতে উপজেলার আমিন আবাসিক এলাকায় নিজ চেম্বারে রোগী দেখার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাকসুদুর রহমান ওরফে এম. এম রহমান আল-মাহবুবী বৈধ কাগজপত্র ছাড়াই ২০১৩ সাল থেকে মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি প্রথম সাক্ষাতে ফি নিতেন ৮০০ টাকা। পরবর্তী সাক্ষাতে ৫০০ টাকা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিকা রানী কর্মকার জানান, প্রতারক চিকিৎসক এমবিবিএস ডাক্তার হওয়ার কোন বৈধ কাগজ দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ২০১০ এর ২৯ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। প্রতারক চিকিৎসক অর্থ দন্ড অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়।