বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতা খাঁন মাসুদসহ ৫৭ জনের নাম উল্লেখ করে ও ১০০/১২০ জনকে অজ্ঞাত নামায় আসামী করে মামলা দায়ের করা হয়। বুধবার (৪ সেপ্টেম্বর) মামলার বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা। এর আগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী মাওলানা মোঃ হাছান মাহমুদ বাদী হয়ে এই মামলা দায়ের করে।
তিনি বলেন, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্দরের শাহী মসজিদ এলাকায় এই মামলার বাদীরসহ শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের অভিযোগ এনে এই মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ মামলায় আসামীরা হলেন, ১। খাঁন মাসুদ (৪৪), (যুবলীগ নেতা) পিতা- সামছুদ্দিন খাঁন, সাং- যানবাড়ি, ২। মোঃ ডালিম (৪৪),( যুবলীগ নেতা) পিতা-মোঃ মোবারক, সাং- সালেহ নগর, ৩। আজিজুল হক (৪২), পিতা- মৃত সামসুল হক, সাং- আমিন আবাসিক এলাকা, ৪। শেখ কামাল (৪৫), (বন্দর থানা ছাত্রলীগ সহ-সভাপতি) পিতা- নাজিম উদ্দিন, ৫। মোঃ সালাউদ্দিন (৫০), (২১নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি) পিতা- আব্দুল কাদির, ৬। মোঃ আনোয়ার হোসেন (২১নং ওয়ার্ড আওয়ামিলীগ সহ- সভাপতি) (৫২), ৭। ছানোয়ার হোসেন (৪৮), (২১নং ওয়ার্ড আওয়ামিলীগ যুগ্ম সম্পাদক) উভয় পিতা- মৃত চাঁন বাদশা, সর্ব সাং-শাহী মসজিদ, ৮। সুকমল দে (যুবলীগ নেতা) (৩৫), পিতা- সুধাংশ, সাং- বন্দর বাজার, ৯। উজ্জল দাস (সাবেক ২১নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক) (৩৪), পিতা- গান্ধি দাস, ১০। মোঃ মামুন (২১নং ওয়ার্ড কৃষকলীগ সাধারন সম্পাদক) (৪৭), পিতা- মৃত সাহাবুদ্দিন মাষ্টার, উভয় সাং- শাহী মসজিদ, ১৪। মোঃ আমির হোসেন (৩৫) (যুবলীগ নেতা), পিতা- আমিন বাবুচ্চি, সর্ব সাং- নূরবাগ, ১৫। শেষ সিফাত (২৫) (ছাত্রলীগ নেতা), পিতা- মোঃ শাহিন, সাং- শাহী মসজিদ,
১৬। মোঃ সবুজ (৪০) (২২নং ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক), পিতা- গোলাম হোসেন, সাং- রেলি আবাসিক এলাকা, ১৭। রায়হান কবির (৩৫) (যুবলীগ নেতা), পিতা- সেলিম, সাং- নূরবাগ, ১৮। মাকসুদ সরকার (৪০), (আওয়ামিলীগ নেতা) পিতা- আব্দুল মতিন, সাং- শাহী মসজিদ, ১৯। মোঃ সুজন (৩০), (যুবলীগ নেতা), পিতা- মৃত বাবুল, সাং- হাফেজীবাগ, ২০। মোঃ আমানুল্লাহ (৫৫) (আওয়ামিলীগ নেতা), পিতা- মৃত জয় মিয়া, সাং- শাহী মসজিদ, ২১। মোঃ হাছান (২৫), পিতা- জসিম উদ্দিন, সাং- বন্দর রেল লাইন, ২২। সাইদুল ইসলাম সবুজ (৩২), পিতা- পন্ডিত, সাং- রাজবাড়ী, ২৩। মোঃ রিয়াদ (২৮), পিতা- ফাল্টু, সাং- নূরবাগ, ২৪। নুরুজ্জামান (৩৫), পিতা- নূর ইসলাম পাতলা, সাং- নূরবাগ, ২৫। আল আমিন (২৫), পিতা- সেলিম, সাং- কোর্টপাড়া, ২৬। মোখলেস (৩০), পিতা- আনোয়ার হোসেন, সাং- নূরবাগ, ২৭। মোঃ মারুফ (২৭), পিতা- মৃত আব্দুর রহমান, সাং- আদমপুর, ২৮। মোঃ আমিন (৩০), পিতা- আওলাদ হোসেন, সাং- নূরবাগ, ২৯। রানা (২৮), পিতা- টেম্পু সাং- ঠাকুরবাড়ি, ৩০। মোঃ রাকিব (২৫), পিতা- আব্দুল জব্বার, সাং-নূরবাগ,
৩৫। মাহমুদুল হাসান স্বপন (৪৭), পিতা- মৃত আব্দুল কাদির, সাং- শাহী মসজিদ, ৩৬। মোঃ মমিন (৪১), পিতা- অজ্ঞাত, সাং- আমিন আবাসিক এলাকা, ৩৭। শেখ শাহিন (৪৩), পিতা- নাজিম উদ্দিন, ৩৮। আল আমিন (৩৮), পিতা- আলি হোসেন, উভয় সাং- শাহী মসজিদ, ৩৯। আবু খায়ের (২৯), পিতা- দেলোয়ার হোসেন, ৪০। দেলোয়ার হোসেন (৪৮), পিতা- চাঁন মাঝি, উভয় সাং- ঠাকুরবাড়ি, ৪১। মাশরাফি (২১), পিতা- সেরু, ৪২। মোঃ আরিফ প্রকাশ মাদক আরিফ (৩০), পিতা- ইদ্রিস আলী, ৪৩। রিয়াদ (২২), পিতা- ছোবহান, ৪৪। । জুম্মান (৩০), পিতা- মাসুদ, ৪৫। জুয়েল (৩৫), পিতা- মৃত আব্দুল খালেক, সর্ব সাং- শাহী মসজিদ, ৪৬। ছিদ্দিক (২৮), পিতা- পারভেজ, ৪৭। মোঃ রবিন (২০), ৪৮। প্রিয় (১৯), উভয় পিতা- ভোলা, সর্ব সাং- সালেহনগর, ৪৯। সাবিকুল ইসলাম সুস্মিত (২৮), (সাবেক যুগ্ম সম্পাদক নারায়নগঞ্জ মহানগর ছাত্রলীগ) পিতা- মৃত আবু ৫০। তুহিন (২৩), পিতা- সেলিম বোবা, ৫১। শিহাব (২৩), পিতা- মোশারফ, ৫২। রুহিত (২৩), পিতা- ইউনুছ সর্ব সাং- বারইপাড়া, ৫৩। মোঃ মেহেদী (৩০), পিতা- কালাম হোসেন, সাং- খাঁন বাড়ি, ৫৪। জিয়াউল হক (৩৫), পিতা- মোঃ মোবারক হোসেন, সাং- মোল্লাবাড়ি, ৫৫। বাপ্পি পাঠান (৪০), ৫৬। ফাহাদ পাঠান (৩০), উভয় পিতা- সাহাজাদা পাঠান, উভয় সাং- রেলি আবাসিক এলাকা, ৫৭। মোঃ মানিক (৪০), পিতা- আবুল হোসেন, সাং- কোটপাড়া, সর্ব থানা- থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ১০০/১২০ জন আসামী।