বন্দর বাসা থেকে বের হয়ে লিপি বেগম (৪২) নামে এক মধ্যবয়সী নারী গত ২১ দিন ধরে নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর প্রতিবন্ধী স্বামী আলকাস মোল্লা বাদী হয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করে। যার জিডি নং- ১৭ তাং-১-৯-২২ইং।
নিখোঁজ গৃহবধূ লিপি বেগম সোনারগাঁ থানার এলাহিনগর এলাকার আব্দুল রব মিয়ার মেয়ে।
এর আগে গত ১০ আগষ্ট সকালে বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি¯’ তার স্বামীর বাড়ী থেকে বের হয়ে ওই গৃহবধূ নিখোঁজ হয়। জিডি পেয়ে বন্দর থানা পুলিশ নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ মধ্যবয়সী গৃহবধূ লিপি বেগমের কোন হদিস পায়নি তার স্বজনরা।