প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২২, ৪:৫৫ পূর্বাহ্ণ
বন্দরে মাদক সম্রাজ্ঞী নাছিমা ইয়াবা সহ গ্রেফতার
বন্দরে মাদক সম্রাজ্ঞী নাছিমা ইয়াবা সহ গ্রেফতার
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বন্দরে অভিযান চালিয়ে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ১শ’ টাকাসহ নাছিমা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার (২০ জুলাই) বন্দর উপজেলার দক্ষিন ফুলহরস্থ জনৈক নুরু মিয়ার ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নাছিমা বেগম বন্দর উপজেলার দক্ষিন ফুলহর এলাকার মহিউদ্দিন মিয়ার স্ত্রী । এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক নান্নু মিয়া বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪০(৭)২২।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক নান্নু গনমাধ্যমকে জানায়, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী নাছিমা বেগম দীর্ঘ দিন ধরে ফুলহর, মদনপুর, ধামগড়সহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা করে আসছে।
আমরা গোপন সংবাদের ভিত্তিতে ফুলহর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে বন্দর থানা পুলশে সোর্পদ করি। পরে পুলিশ গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার সকালে মাদক মামলায় আদালতে প্রেরণ করে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.