প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ
বন্দরে ২ জন ভূয়া ডিবি পুলিশ আটক
নগর সংবাদ।।নারায়ণগঞ্জের বন্দরে ২ জন ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবী ও এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ চক্রের দুইজনকে আটক করেছে পুলিশ। ৬মার্চ রবিবার দুপুরে বন্দর উপজেলার বাগদুবাড়িয়া এলাকায় তাদের আটক করা হয়।
এ সময় একটি হাইয়েস গাড়ি, এবং ভূয়া জাতীয় পরিচয়পত্র ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হল- রূপগঞ্জের গাউছিয়া গোলাকান্দাইল এর মৃত আব্দুস সাত্তারের ছেলে আহমেদ আকাশ ও বন্দরে দেওয়ানবাগ কলাবাড়ির কামরুজ্জামান ভূইয়ার ছেলে নাফিস আলী ভূইয়া। এদের মধ্যে আকাশের নামে পরিচয়ে দেশের বিভিন্নস্থানে মাদক ও ভুয়া ডিবি পরিচয়ে অপরাধ কান্ডের একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ ।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) বিল্লাল হোসেন জানান, ৫০৫ ব্রিকসে (ইটখোলা) ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ২জন কে আটক করলে এদের মধ্য চারজন পালিয়ে যায়। এদের দুজনকে আটক করে পুলিশকে খবর দেন তারা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এসময় একটি হাইর্সগাড়ি, ভূয়া জাতীয় পরিচয়পত্র ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পূর্বে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তারা কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটিয়েছে বল ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.