দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বন্ধুদের সঙ্গে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে রাহাত (১৬) নামে এক স্কুলছাত্র।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ছোট যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজাপুরের পার্শ্ববর্তী কাটাপাড়া এলাকায় নতুন বাড়ি কিনেছেন রাহাতের বাবা। সোমবার সকালে বন্ধুদের সঙ্গে সেখানে ঘুরতে গিয়ে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রাহাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মৃত অবস্থায় রাহাতকে উদ্ধার করে।
ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি) আশ্রাফুজ্জামান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।