নগর সংবাদ।।বরগুনায় এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে উত্তপ্ত করায় সোহাগ নামের যুবককে ভ্রাম্যমাণ আদালত ৩৫ দিনের সাজা দিয়েছেন।
শনিবার (২৮ মে) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নিজাম উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে যাওয়ার পথে বরগুনা পৌর শহরের আদর্শ স্কুলের সামনে স্কুল পড়ুয়া দুই কিশোরীকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হলে সোহাগ নামের ওই বখাটেকে আটক করে রাখে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট(ভূমি) নিজাম উদ্দিন ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত সোহাগকে ৩৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।