বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে, দুই দিনব্যাপী স্নান যাত্রা ও রক্তদান উৎসব ২০২৪ এর আয়োজন।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ বাইশে জুন শনিবার, ঠিক সকাল আটটায়, বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পরিচালনায় এবং বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে, জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন আলমবাজার ঘাটে, সকাল থেকেই বরানগর জগন্নাথ মন্দিরে ভক্তদের আনাগোনা ও পূজা পাঠ, ঠিক সকাল আটটায়, ঘোড়ার গাড়িতে চেপে, জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী কে নিয়ে রওনা দেয় আলমবাজার ঘাটে,
এবং পিছনে পিছনে রওনা দেন গাজন দার থেকে শুরু করে ভক্তরা , আলাম বাজার ঘাটে পৌঁছানোর পর, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জগন্নাথ বল দেব সুভদ্রা দেবীর স্নান সম্পূর্ণ হয়। স্নান যাত্রায় উপস্থিত ছিলেন, বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বরানগর জগন্নাথ মন্দিরের সভাপতি কমল পন্ডিত, উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু , সদস্য পৌরপ্রধান পরিষদ শ্রীঅঞ্জন পাল,
বরানগর পৌরসভার পৌর মাতা শ্রীমতি ঊষা বের, সমাজসেবী শঙ্কর রাউত । এ ছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দরা। আজ স্নানযাত্রা ধুমধাম এর মধ্য দিয়ে সম্পূর্ণ হয় এবং সকলকে রথযাত্রার শুভেচ্ছা ও বার্তা দেন।
প্রতি বছরের ন্যায় এবছরও জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন, ২২ শে জুন স্নান যাত্রা, আগামীকাল অর্থাৎ ২৩ শে জুন রবিবার ঠিক সকাল দশটায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেন।
রক্তের চাহিদা মেটাতেই প্রতিবছর এই আয়োজন করে থাকেন , যাহাতে কিছুটা হলেও রক্তের অভাব মেটে, একজনের রক্তে যেন আরেকটি জীবন বাঁচে তাই এই উদ্যোগ। আগামীকাল উপস্থিত থাকবেন বিশিষ্ট জনেরা ও বিশিষ্ট ব্যক্তিরা।
উপস্থিত থাকবেন সাংসদ সৌগত রায়, বিদায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বরানগর পৌরসভার পৌর মাতা শ্রীমতি অপর্ণা মৌলিক, বরানগর থানার শ্রী অতীশ চ্যাটার্জি, বিধায়ক মদন মিত্র, কামারহাটির পৌর প্রধান গোপাল সাহা,
এছাড়াও উপস্থিত থাকবেন বরানগর পৌরসভার, অমর পাল ,জয়ন্ত রায়, রামকৃষ্ণ পাল শ্রীমতি আলপনা লাহা সেই বিশ্বজিৎ বর্মন। শ্রী শান্তনু মজুমদার শ্রী শুভাশিস কর সহ অন্যান্যরা
এবং এলাকাবাসী ও ডক্টর ও রক্তদাতারা। রথযাত্রা উৎসব ও রক্তদানের মধ্য দিয়ে, সকলকে মঙ্গল কামনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন, বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বরানগর জগন্নাথ মন্দির তরফ থেকে।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””