আজ আঠারই অক্টোবর চতুর্থী বুধবার ঠিক সন্ধে আটটার বরানগরের দেশবন্ধু রোডের ৫৮তম দুর্গা প্রতিমা শুভ সূচনা হলো বহু প্রতিতিক্ষিত বাঙ্গালীদের বড় উৎসব আস্তে আস্তে জমে উঠেছে। আর আজ শুভ সূচনার মধ্যে দিয়ে এই প্রতিমা ও শুভ উন্মোচন হয়ে গেল দর্শক ও এলাকাবাসীর উপস্থিতিতে। উপস্থিত ছিলেন সবার কাছের মানুষ প্রিয় মানুষ মাননীয় বিধায়ক স্ত্রী তাপস রায়
মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বরানগরের পৌরসভার উপ পৌর উপপ্রধান দিলীপনারায়ণ বসু। কৌরব পারিষদ সদস্য শ্রী অঞ্জন পাল রামকৃষ্ণ পাল মহাশয়। বাংলা চলচ্চিত্র খ্যাতনামা অভিনেত্রী কৌশানি মুখার্জি। পৌরসভার প্রতিনিধি বিনীত ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং ক্লাবের সদস্যরা, শুভ সূচনার আগে সুন্দর একটি নৃত্যের মধ্য দিয়ে বিধায়ক সিঁড়ি তাপস রায়ের হাত দিয়ে এই প্রতিমার আবরণ উন্মোচন করেন ফিতে কাটার মধ্যে দিয়ে এবং প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে প্রতিমার উন্মোচন করলেন,
এরপর একে একে উপস্থিতি অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং হাতে স্মারক ও পুষ্প স্তবক দিয়ে সম্মানিত করেন ,এছাড়াও প্রায় ২০০ থেকে ২৫০ জনির বেশি অসহায় মানুষের হাতে বস্ত তুলে দিলেন বিধায়কের হাত ধরে, এই পূজো ছাড়াও ক্লাবের সদস্যরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করলেও, পুজোর সময় এই সকল অসহায় মানুষের হাতে প্রতিবার কিছু বস্ত্র তুলে দেয়ার চেষ্টা করেন ক্লাবের কর্তৃপক্ষ।
বড়নগর দেশবন্ধু প্রতি বছরে কিছু না কিছু থিম এর মধ্যে দিয়ে মানুষকে সজাগ করার চেষ্টা করেন এবারে 78 তম বর্ষেও মানুষের বার্তা পৌঁছে দেয়ার জন্য এমন একটি থিমের নামকরণ করেছেন নারায়নী নমস্তুতে নারায়নি নমস্তুতে কথার অর্থই দেবীর ঘর প্রথমেই মন্ডপে ঢুকতে দেখতে পাবেন দেবীর দশ হাত এবং শঙ্খ তার সাথে আছে পদ্ম শঙ্খ দিয়ে যেকোনো যাত্রা শুরু হয়
মন্ডপের প্রথমের ঘরে কাল্পনিক একটি মন্দির কক্ষ আছে দ্বিতীয় ঘরে শক্তির উপাসনা যন্ত্র এবং পূজার মন্ত্র গুলি দেখানো হয়েছে। মন্ডব এর উপরে টিস্যু পেপারের কাজ সজ্জিত হয়েছে।
মন্ডপটি খুব সুন্দর ভাবে সজ্জিত হয়েছে এই মন্ডপ যিনি থিম তৈরি করেছেন তিনি হলেও সৌরভ কর্মকার। তার টিম, প্রতিমা শিল্পী শ্রীমন্ত মাঝি।শ্রীমতি তিতলি পাত্র মহাশয়া বক্তব্যে বলেছেন প্রতিটি মানুষ যেন সুস্থএবং শান্তিতে থাকেন। ক্লাবের উদ্যোক্তা থেকে উপস্থিত অতিথিরা
পর্যন্ত একই কথা বললেন বরানগর দেশবন্ধু বললেন এই ধরনের থিম গুলো নিজেদের হাতে তৈরি করে উপহার দেয়ার চেষ্টা করেছেন ও বার্তা দেয়ার চেষ্টা করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তবে শুধু আমরা বিচার করে বললেই হবে না পুজোর প্রেমিক ও দর্শকরাও এই প্রতিমা পরিদর্শন করুন এবং থিম পরিদর্শন করুন আপনাদের মতামত ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারে আরো অনেক দূরে।।