বরানগর পৌরসভার অন্তর্গত- প্রাক স্বাধীনতা দিবস ২০২৫ পালিত হলো।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
১৫ই আগস্ট শুক্রবার, ১৪ই আগস্ট বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা সাতটায়, বরানগর পৌরসভার অন্তর্গত, ১৩ নং ওয়ার্ডের, গোপল লাল ঠাকুর রোড ও মল্লিক কলোনীর সংযোগস্থলের নেতাজী পার্ক এ ।
প্রাক স্বাধীনতা দিবস উদযাপিত হয়, এই অনুষ্ঠান দুইদিন ব্যাপী চলবে, ১৪ই আগস্ট ও ১৫ই আগস্ট। ১৫ই আগস্ট শুক্রবার সকালে ৭৮ তম স্বাধীনতা দিবস পালন ও সন্ধ্যায় অতিথি বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
একটি জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়,
এই অনুষ্ঠান ৩৮ বছর ধরে মর্যাদার সহিত পালিত হচ্ছে, শ্রী রামকৃষ্ণ পাল ও সরমা পালের উদ্যোগে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরানগর পৌরসভার পৌর মাতা অপর্ণা মৌলিক, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি,
মদন মিত্র, অঞ্জন পাল, নির্মল ঘোষ, শম্পা কুন্ডু, জয়ন্ত রায়, সারেগামাপা এর অতনু মিশ্রা,
এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ ও নাগরিক বৃন্দ , এলাকার সকল সদস্যরা।অনুষ্ঠানের শুভ সূচনার পর উপস্থিত অতিথিদের একে একে উত্তরীয় ব্যাচ পরিয়ে, হাতে একটা করে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।এর সাথে সাথে উপস্থিত প্রবীণ নাগরিকদের ও সম্মানিত করেন।
এরপর সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে সকলকে আনন্দ উপভোগ করালেন, রাত্রি এগারোটায় আতশবাজি পুরিয়ে ও ফানুস উড়িয়ে ৭৮ তম প্রাক স্বাধীনতার দিনটি পালন করলেন।
একইভাবে ১৫ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং মুনি ঋষিদের প্রতিকৃতিত্বে মাল্য দান করে স্বাধীনতা দিবস পালন করলেন।ডেঙ্গুর জন্য সাধারণ মানুষের হাতে মশারি তুলে দিলেন।
মৃত পরিবারের হাতে পনেরো হাজার টাকার চেক তুলে দেন। রামকৃষ্ণ পাল ও সরমা পাল একি ভাবে সারা বছর মানুষের পাশে থাকেন। বিভিন্ন কাজ কর্মের মধ্যে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
রামকৃষ্ণ পাল ও সরমা পাল একি ভাবে সারা বছর মানুষের পাশে থাকেন।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””